Homeদেশের গণমাধ্যমেবিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আটক ২

বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ আটক ২


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে কাভার্ডভ্যানসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-সিলেট জেলার জৈয়ন্তাপুর উপজেলার রামপ্রসাদ গ্রামের আব্দুন নূরের ছেলে বাবুল আহম্মেদ (২৬) ও একই গ্রামের কনাই মিয়ার ছেলে মো. রুবেল আহম্মেদ (৩২)।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকর্মীদের কাছে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান  পরিচালনা করে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক গাজী রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি করে অবৈধভাবিপুল পরিমাণবে আনা ভারতীয় ৯৬ হাজার পিস ডাইক্লো-এম ট্যাবলেট, ৩৫৫ পিস প্র্যাকটিন সিরাপ, ১ লাখ ৮০ হাজার পিস ডেক্সসন ট্যাবলেট ও ৩ লাখ ৬৮ হাজার পিস সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃতদের ওষুধের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক কোনও তথ্য দিতে পারেনি।

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব ওষুধ আনা হয়েছে বলে প্রাখমিকভাবে ধারণা করা হচ্ছে। সঠিক কাগজপত্র ও আমদানির কারণ না জানাতে পারায় ওষুধ ও বহনকারী কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত