Homeদেশের গণমাধ্যমেবিপিএলে আলো জ্বালাতে আসতে পারেন ওয়ার্নার–নারাইনরা

বিপিএলে আলো জ্বালাতে আসতে পারেন ওয়ার্নার–নারাইনরা


রংপুর ফ্র্যাঞ্চাইজি সূত্রের দাবি, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইনের সঙ্গেও চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলা হয়েছে। কোন সময়ে কাকে আনা হবে, সেটি ঠিক হবে পয়েন্ট টেবিলে দলের অবস্থান বুঝে। আজ সিডনি থান্ডার্সের হয়ে বিগ ব্যাশ ফাইনাল খেলার পর ওয়ার্নারের বিপিএলে আসতে সমস্যা হওয়ার কথা নয়। প্লে-অফেই রংপুরের হয়ে দেখা যেতে পারে তাঁকে। আর নারাইনকে ফাইনালে খেলানোর ইচ্ছা রাইডার্সের। ওয়ার্নার এর আগে ২০১৮–১৯ মৌসুমে বিপিএলে খেলেছেন সিলেট সিক্সার্সের হয়ে। নারাইন তো বিপিএলের পরিচিত মুখই। এ পর্যন্ত ছয় মৌসুম খেলেছেন বিপিএলে, সর্বশেষ গত মৌসুমে।

২ ফেব্রুয়ারি দুবাইয়ের আইএল টি-২০–তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলা আছে নারাইনের। নাইট রাইডার্স যদি প্লে–অফে ওঠে, তাহলে নারাইনের বিপিএলে আসার সম্ভাবনা কমে যাবে। দলের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, ‘টিম ডেভিডের আসা চূড়ান্ত। ওয়ার্নার ও নারাইনের সঙ্গেও চুক্তি হয়েছে। তবে তাদের আনা হবে পরিস্থিতি বুঝে, সেভাবেই চুক্তি হয়েছে।’ অবশ্য নারাইন শেষ পর্যন্ত না এলেও মন্দের ভালো রংপুরের জন্য। আবুধাবি নাইট রাইডার্স প্লে-অফে গেলে যে নারাইনের মতো ফরচুন বরিশালের কাইল মায়ার্সও আর আসবেন না বিপিএলে!



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত