বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে সমন্বয় করে ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’ বাস্তবায়নের কমিটি গঠন করেছে সরকার। এই কমিটি পাঠ পর্যায়ে ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’ বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি গ্রহণ করবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহা-পরিচালককে আহ্বায়ক করে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হচ্ছেন— মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ঢাকার আঞ্চলিক পরিচালক, ঢাকা অঞ্চলের উপ-পরিচালক, অধিদফতরের সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা-১), জেলা শিক্ষা অফিসার ও উপ-পরিচালক (শারীরিক শিক্ষা)।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে প্রধান উপদেষ্টার উদ্দীপক ঘোষণা ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ বিপিএল-২০২৫ এর সঙ্গে সমন্বয় করে ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’ বাস্তবায়নের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই কর্মসূচি বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ে মনিটরিং করার জন্য একটি কমিটি গঠন করা হলো।