চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম তোমাদের গল্প। অভিনয়ে জোভান, তটিনী। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘একান্নবর্তী’। অভিনয়ে নিলয়, হিমি, তারিক আনাম খান। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মিশন মুন্সিগঞ্জ’। অভিনয়ে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক সামনে সমুদ্র। অভিনয়ে আবুল হায়াত, শাহেদ শরীফ খান, তানজিকা আমিন, আহসান হাবিব নাসিম। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘চালাকি। অভিনয়ে শ্যামল মাওলা, মিহি আহসান, চিত্রলেখা গুহ।