Homeদেশের গণমাধ্যমেবিটিএস আসক্ত হয়ে ঘরছাড়া দুই ছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার

বিটিএস আসক্ত হয়ে ঘরছাড়া দুই ছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার


নেত্রকোনার আটপাড়া থেকে বিটিএসে আসক্ত হয়ে ঘরছাড়া দুই মাদ্রাসা ছাত্রীকে দুই দিন পর গাজীপুরের একটি পোশাক কারখানা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ওই দুই ছাত্রী মানব পাচারকারী অ্যাপস বিটিএসের স্টিকার সংগ্রহ করে শুক্রবার বাড়ি থেকে বের হয়ে যায়‌।

ওসি জানান, রোববার বিকেলে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকার একটি পোশাক কারখানায় তাদের সন্ধান পাওয়া যায়। পরে ওইদিন সন্ধ্যায় পোশাক কারখানার প্রোডাকশন ম্যানেজার তাদের টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে মানব পাচারকারী অ্যাপস বিটিএসের স্টিকার সংগ্রহ করে শুক্রবার বাড়ি থেকে বের হয়ে যায় তারা।

পুলিশ ও নিখোঁজ দুই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই শিক্ষার্থী আটপাড়া উপজেলার একটি মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। গত বৃহস্পতিবার মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে উপজেলার বিভিন্ন দোকান থেকে বিটিএসের বিভিন্ন স্টিকার সংগ্রহ করে। শুক্রবার বিকালে কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে রাতে থানায় গিয়ে অভিযোগ করেন। এর মধ্যে নিখোঁজ শিক্ষার্থীরা গাজীপুরের পশ্চিম টঙ্গী থানা এলাকায় গিয়ে পোশাক কারখানায় চাকরি নেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচিত হয়। এতে তাদের উদ্ধার করা সম্ভব হয়।

নিখোঁজ এক ছাত্রীর বাবা জানান, তারা মানব পাচারকারী গ্রুপ বিটিএসে আসক্ত ছিল। বিটিএসের পেইজে তারা ছবি পাঠায়। বিদেশে পাঠানো আশ্বাস পেয়ে তারা বাড়ি থেকে বের হয়ে টঙ্গী যায়। তারা যার কাছে ছিল যত্নেই ছিল। অবশেষে তাদের পেয়ে আমরা চিন্তামুক্ত হলাম।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ‘উদ্ধাররের পর ওই দুই ছাত্রীকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত