রাজধানীর বিজয় সরণি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তাঁর নাম ইমদাদুল হক (৩০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
শনিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য ইমদাদুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন, হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক।