বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, ১৬ ডিসেম্বর ১৯৭১, মুক্তিযুদ্ধের মহান বিজয়ের দিবস। বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণে এই যুদ্ধ জনযুদ্ধে রূপান্তরিত হয়েছিল। ২০০ বছরের ব্রিটিশবিরোধী সংগ্রাম ও ২৪ বছরের স্বৈরাচারী, অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক পাকিস্তানি শাসনের বিরুদ্ধে সংগ্রামের এক পর্যায়ে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এ বিজয় অর্জিত হয়েছে। এ বিজয় কারও দয়া-দাক্ষিণ্যে পাওয়া নয়। মহান মুক্তিযুদ্ধে ভারতের মিত্রবাহিনী বিশেষ ভূমিকা পালন করেছিল। আমরা কৃতজ্ঞতার সঙ্গে তাদের অবদানের কথা স্মরণ করি। একই সঙ্গে তৎকালীন সোভিয়েত ইউনিয়নসহ বিশ্বের যেসব দেশ সহায়তা করেছিল, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।
বিবৃতিতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারকে নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিবাদ জানানোরও আহ্বান জানানো হয়েছে।