Homeদেশের গণমাধ্যমেবিজয় দিবস উদযাপন করলো বিমান

বিজয় দিবস উদযাপন করলো বিমান


বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন, মতিঝিল জেলা বিক্রয় অফিস, বিমানের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে বলাকা ভবন চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ বিমানের পরিচালক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বিমানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিমানকেন্দ্রিক বিভিন্ন ট্রেড ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

দিবসটি উপলক্ষে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন, মতিঝিল জেলা বিক্রয় অফিসসহ বিমানের অভ্যন্তরীণ স্টেশসগুলোতে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

বীর শহীদদের আত্মার শান্তি কামনায় ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে বিমানের মসজিদগুলোতে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বিজয় দিবস উপলক্ষে কেবিন ক্রুরা বিমানের সব ফ্লাইটে যাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এছাড়া সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সরকারি শিশু পরিবার (বালিকা), তেজগাঁওয়ে বিমান ফ্লাইট
ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) থেকে খাবার সরবরাহ করা হয়।

এমএমএ/বিএ



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত