উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আরও বলেন, বিজয়ের ৫৩ বছর পরও মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সংগীতসহ বিভিন্ন প্রতিষ্ঠিত বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চলছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠনসহ প্রগতিশীল সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটছে। মহান বিজয় দিবসের দিন বগুড়ায় উদীচীর অনুষ্ঠানেও বাধা দেওয়া হয়েছে। উদীচী কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
মহান স্বাধীনতাসংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখা এবং বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন, সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পতাকা মিছিলে উদীচী সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করে। এর আগে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় সংগঠনটি।