Homeদেশের গণমাধ্যমেবিক্রির জন্য নেওয়া এক ট্রাক পাঠ্যবইসহ আটক ১

বিক্রির জন্য নেওয়া এক ট্রাক পাঠ্যবইসহ আটক ১


শেরপুরে বিক্রির জন্য নেওয়ার সময় বিনামূল্য বিতরণের এক ট্রাক পাঠ্যবইসহ এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম। এঘটনায় আটক ব্যক্তির নাম মাইদুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, গতকাল ২২ জানুয়ারি বুধবার রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) -এর তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়ার ধাতিয়া পাড়া থেকে ওই বইগুলোসহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় মাইদুল ইসলামকে আটক করে পুলিশ। ট্রাকটিতে ২০২৫ সালের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিভাগের মোট ৯ হাজার পাঠ্যবই ছিল এবং বইগুলো কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার ‘রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়’ থেকে বিক্রির উদ্দেশে ঢাকায় নেওয়া হচ্ছিল।

এ ব্যাপারে শেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান কালবেলাকে জানান, এ বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। অন্যকোনো জেলার বই হতে পারে।

এ ব্যাপারে শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে আমরা যেটুকু জানতে পেরেছি, বিনামূল্যে বিতরণের জন্য সরকার কর্তৃক প্রদানকৃত পাঠ্যবইগুলো দুষ্কৃতকারী কর্তৃক পাচার হচ্ছিল। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ ছাড়াও এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত