জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:৪৫, ৫ মার্চ ২০২৫
আপডেট: ০৯:৪৬, ৫ মার্চ ২০২৫
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বিএসইসি ইতিহাসে এটাই প্রথমবারের মতো বাধ্যতামূলক অবসরে পাঠানো ঘটনা ঘটলো। তবে, বাধ্যতামূলক অবসরের এ তালিকা সামনে আরো বাড়তে পারে বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সাক্ষরিত এক আদেশে সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
তথ্য মতে, বিএসইসির চাকরির বিধিমালার ৬৩ ধারা অনুযায়ী, সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নিয়েই গত বছরের ২২ আগস্ট সাইফুর রহমানকে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ থেকে আরঅ্যান্ডডি বিভাগের দায়িত্ব দেয়। তখনই মূলত তাকে এক প্রকার ওএসডি করা হয়। তবে, ৯ সেপ্টেম্বর সেই দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। সেই থেকে সাইফুর রহমান নিয়মিত অফিসে এসেছেন, কিন্তু কোনো কাজ করতে পারেননি।
ঢাকা/এনটি/রাজীব