বিএফআইইউর নতুন প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি রোববার থেকে কাজে যোগদান করব। সরকার যে উদ্দেশ্যে বিএফআইইউ প্রতিষ্ঠা করেছে, আমি তার স্বার্থ রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব।’
সরকারের এ–সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) এর ধারা ২৪ (১) (ঘ) এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯–এর বিধি ২২ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে তাঁর যোগদানের তারিখ থেকে ২ বছর মেয়াদে বিএফআইইউর প্রধান কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।