Homeদেশের গণমাধ্যমেবিএনপি সংস্কার চায় না, এটা ভুল : ব্যারিস্টার অসীম 

বিএনপি সংস্কার চায় না, এটা ভুল : ব্যারিস্টার অসীম 


বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার অসীম বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে এই ৩১ দফা ঘোষণা করেছেন। সময়ের চাহিদা ও বাস্তবতার আলোকে বিএনপি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে অঙ্গীকারাবদ্ধ।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটি আজ থেকে প্রায় আড়াই বছর আগে ২৭ দফা প্রণয়ন করেছিলেন, যা সংস্কারের অংশ। এরপর ২০২৩ সালে ৩১ দফা ঘোষণা করা হয়, এই ৩১ দফা সংস্কারের দফা। এতে উল্লেখ করা হয়েছে যে, বিএনপি যদি সরকারে যায়, তাহলে সরকার গঠন করার জন্য অন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবে। পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা হবে। বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো হবে। এই ৩১ দফা কর্মসূচিতে স্বজনপ্রীতি, অন্যায়-অনাচার, দুঃশাসন দূর হবে।

নাসির উদ্দিন অসীম বলেন, আজকে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কারের কথা বলা হচ্ছে। অনেকে বলে থাকে, বিএনপি সংস্কার চায় না। এটা ভুল কথা; কারণ, আপনারা জানেন ২০২৩ সালে বিএনপির ৩১ দফার মধ্যে সংস্কারের কথা ছিল। এখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সেই সংস্কারের কথা বলা হচ্ছে। তাই আমি মনে করি, জনগণের সরকার, আইনের শাসন কায়েম করার জন্য বিএনপি যে কারও থেকে অনেক এগিয়ে আছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত