Homeদেশের গণমাধ্যমেবিএনপি নেত্রীর কপি ক্ষেতে কীটনাশক স্প্রে, ১০ হাজার চারা নষ্ট

বিএনপি নেত্রীর কপি ক্ষেতে কীটনাশক স্প্রে, ১০ হাজার চারা নষ্ট


বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপি নেত্রীর পরিবারের সঙ্গে পূর্বশক্রতার জের ধরে দুই বিঘা জমিতে লাগানো ১০ হাজার ফুলকপির চারা কীটনাশক স্প্রে করে বিনষ্ট করেছে দুবৃর্ত্তরা। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেত্রীর পরিবার। শুক্রবার (১ নভেম্বর) রাতে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মুখুরজান গ্রামের এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের কৃষক শেখ সাদি সম্প্রতি দুই বিঘা জমিতে ১০ হাজার আগাম জাতের ফুলকপির চারা রোপণ করেন। চারাগুলো বড় হয়েছে। আর কদিন পরেই
গাছে ফুলকপি আসতো। এরই মধ্যে শুক্রবার গভীর রাতে কে বা কারা কীটনাশক (জমিতে ঘাসমারা ওষুধ) স্প্রে করে কপির চারা নষ্ট করেছে।

শেখ সাদির স্ত্রী ইয়াছমিন আক্তার সম্প্রতি উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শেখ সাদি অভিযোগ করেন, আর মাত্র কয়েক দিনের মধ্যেই ফুলকপি উত্তোলন করে বাজারজাত করা যেত। ঠিক সেই মুর্হূতে কে বা কারা রাতের আঁধারে ঘাস নিধনের ওষুধ স্প্রে করে ১০ হাজার ফুলকপির চারা নষ্ট করেছে। এতে আমার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষাক্ত কীটনাশক স্প্রে করার কারণে সব গাছের গোড়ায় পচন ধরে ও পাতা শুকিয়ে নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে শেখ সাদির স্ত্রী ও উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছমিন আক্তার বলেন, আমরা প্রতিবছর এই জমিতে ফুলকপি চাষাবাদ করে থাকি। কিন্তু এবার আমি উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আমার প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে ফসলের ক্ষতি করে আমাদেক শায়েস্তা করার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানা লিখিত অভিযোগ দেওয়া হবে।

এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার বলেন, এ বিষয়ে আমরা খবর পেয়েছি। এটি দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জ থানার ওসি আবদুল হান্নান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত