Homeদেশের গণমাধ্যমেবিএনপির ইউনিয়ন অফিস ভাঙচুর | কালবেলা

বিএনপির ইউনিয়ন অফিস ভাঙচুর | কালবেলা


নেত্রকোনার বারহাট্টায় রাতের আঁধারে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় কার্যালয়ে থাকা দলীয় নেতাদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর এবং লুটপাট করা হয়।

উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস নয়ন জানান, দীর্ঘদিন ধরে চিরাম ইউনিয়নে বিএনপির দলীয় কোনো কার্যালয় ছিল না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলকে সুসংগঠিত করার জন্য নৈহাটি বাজারে একটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি টাঙানো হয়। এছাড়া নেতাকর্মীদের বসার জন্য চেয়ার, টেবিল, বৈদ্যুতিক পাখা সংযোজন করা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার রাতে আনুমানিক ৯টায় কিছু দুষ্কৃতকারী কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে দলীয় নেতাদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনা বিএনপির জেলা ও উপজেলা নেতাদের জানানো হয়েছে। খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বুধবার বিকেলে নৈহাটি বাজারে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমল জানান, চিরাম ইউনিয়ন বিএনপির কার্যক্রম আরও গতিশীল করতে নৈহাটি বাজারে একটি দলীয় কার্যালয় করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে আওয়ামী সন্ত্রাসীরা কার্যালয়টি ভেঙে দিয়েছে। আমি এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও জানান, আমাদের দলের সিনিয়র নেতার সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত