Homeদেশের গণমাধ্যমেবিএনপিতে চাঁদাবাজ, লুটেরাদের স্থান নেই : ওবায়দুল ইসলাম

বিএনপিতে চাঁদাবাজ, লুটেরাদের স্থান নেই : ওবায়দুল ইসলাম


বিএনপিতে চাঁদাবাজ, ঘের দখলকারী ও লুটেরাদের কোনো স্থান নেই বলে জানিয়েছেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

শনিবার (২৯ মার্চ) বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জে রওশন আরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে গণ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- মানুষের পাশে থেকে তাদের মন জয় করতে হবে। তাই এমন অপকর্মে কেউ জড়িত থাকলে তাদের প্রতিহত করতে হবে। অন্যায়কারীর কোনো ছাড় নয়। অন্যায়কারীর কাছে মাথানত নয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না।

বিশেষ অতিথির বক্তব্যে তাঁতী দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, কোনো দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য তথা কোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত হওয়া যাবে না। দলের মধ্যে এমন কারো কোনো স্থান হবে না। এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা। তিনি (তারেক রহমান) বলেছেন, সাধারণ মানুষের মন জয় করেই বিএনপির প্রতি তাদের সমর্থন ও ভোট আদায় করতে হবে।

পৌর বিএনপি নেতা অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে এবং বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি নেতা মনির হক ফরাজী, জাতীয়তাবাদী বন্ধু দলের কেন্দ্রীয় নেতা শরীফ মোস্তফা জামান লিটু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতা মো. ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, পল্লি চিকিৎসক দলের কেন্দ্রীয় নেতা মারুফ হোসাইন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ফয়সাল আহম্মেদ সোহেলসহ মোরেলগঞ্জ ও শরণখোলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির প্রয়াত নেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত