বরিশাল: বিআরটিসি স্বীকৃত লাইসেন্সের দাবিতে বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে নগরের অশ্বিনী কুমার হলের সামনে রিকশা, ব্যাটারিচালিত রিকশা -ভ্যান -ইজিবাইক সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা -ভ্যান -ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার প্রধান সংগঠক দুলাল মল্লিক।
এ সময় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী এবং রিকশা,ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদের সংগঠক শহিদুল হাওলাদার।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহনের সঙ্গে জড়িত আড়াই কোটি মানুষের জীবিকার নিশ্চয়তার দাবিতে সংগ্রাম পরিষদ দীর্ঘ ১২ বছর ধরে আন্দোলন করছে। বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে রিকশা-ইজিবাইক শ্রমিকরা সামনের কাতারে দাঁড়িয়ে অংশ নিয়েছেন, নিজেরা আহত-নিহত হয়েছেন আবার আহত ছাত্রদের পরিবহণ করে চিকিৎসা করিয়েছেন। কিন্তু আজও ব্যাটারিচালিত যানবাহনের শ্রমিকরা তাদের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।
বক্তারা বলেন, থ্রি হুইলার নীতিমালা ২০২৪ অনুযায়ী অবিলম্বে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের বিআরটিএ স্বীকৃত লাইসেন্স দিতে হবে।
সংগ্রাম পরিষদের দাবির মুখে বরিশাল মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ট্রাফিক মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে পাঁচ দিন থেকে দুদিন ও জরিমানা চার হাজার টাকা থেকে কমিয়ে তিন হাজার টাকা করেন বলে জানিয়েছেন ডা. মনীষা চক্রবর্ত্তী।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমএস/এসআইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।