বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দশম গ্রেডের ‘মোটরযান পরিদর্শক’ পদের ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও নির্দেশাবলি প্রকাশ হয়েছে। বাংলাদেশে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএ দশম গ্রেডের ‘মোটরযান পরিদর্শক’ পদের ৬৫ জন প্রার্থীর ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ ও ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হবে।