দিনাজপুরের কাহারোলে বাসের ধাক্কায় আব্দুল করিম নামে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় জেলার কাহারোল উপজেলার দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ট্রাফিক পুলিশের টিএসআই পদে কর্মরত ছিলেন।
কাহারোল থানার উপপরিদর্শক (এসআই) কাজল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে দিনাজপুরে ফিরছিলেন আব্দুল করিম। দশমাইল এলাকায় পৌঁছালে শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল করিম।
এসআই কাজল বলেন, বাসটি আটক করে বীরগঞ্জ থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।