Homeদেশের গণমাধ্যমেবাসিন্দাদের অসুস্থ হতে নিষেধ করল ইতালির একটি গ্রাম

বাসিন্দাদের অসুস্থ হতে নিষেধ করল ইতালির একটি গ্রাম


মেয়র আন্তোনিও তোরচিয়া বলেন, পদক্ষেপটি ‘স্পষ্টতই একটি হাস্যকর উসকানি।’ তবে স্থানীয় স্বাস্থ্যসেবা–ব্যবস্থার ত্রুটিগুলো তুলে ধরতে তিনি আঞ্চলিক কর্তৃপক্ষকে যে জরুরি নোটিশ পাঠিয়েছিলেন, তার চেয়ে এটির প্রভাব বেশি ছিল।

মেয়র বলেন, বেলকাস্ত্রো গ্রামের প্রায় অর্ধেক বাসিন্দা, অর্থাৎ ১ হাজার ২০০ জনের বয়স ৬৫ বা তার বেশি। গ্রামটি থেকে দুর্ঘটনা ও জরুরি (এঅ্যান্ডই) বিভাগ ৪৫ কিলোমিটার (২৮ মাইল) দূরে অবস্থিত। শুধু একটি সড়ক ব্যবহার করে এঅ্যান্ডই বিভাগে যাওয়া যায়। আর এই সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটার।

গ্রামের জন্য নিয়োজিত চিকিৎসকদের চেম্বারও সব সময় খোলা থাকে না। আর সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটি ও নির্ধারিত সময়ের পর এটি বন্ধ থাকে।

তোরচিয়া ইতালির একটি টেলিভিশনকে বলেন, ‘তখন নিরাপদ বোধ করা কঠিন, যখন আপনি বুঝবেন যে সহায়তার প্রয়োজন হলে সময়মতো এঅ্যান্ডই বিভাগে পৌঁছানই একমাত্র আশা।’ আর সেখানে যাওয়ার সড়কটি যেকোনো অসুখের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত