চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকার বালিরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বেশকিছু ঝুপড়ি ঘর পুড়ে গেছে।
লামারবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, লামারবাজার ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটও ঘটনাস্থলে যোগ দেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
বিই/পিডি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।