জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মানুষ। আজ বেলা পৌনে ১১টা পর্যন্ত এখানে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল ফিতরের নাম আদায়ে সকাল থেকেই বায়তুল মোকাররমে আসতে থাকেন মুসুল্লিরা। শিশুরাও আসেন অভিভাবকদের সঙ্গে। সকাল ৭টায় নামাজ শুরু হয়। নামাজ শেষে খুৎবা পাঠ করা হয়। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।