Homeদেশের গণমাধ্যমেবাবার মতো ছায়া কেউ দেয় না: জয়

বাবার মতো ছায়া কেউ দেয় না: জয়


আড়াই দশক ধরে ক্যামেরার সামনে থাকা অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ছিলেন বরাবরই আলোচনায়। কাজের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। সম্প্রতি জয় তার বাবাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন, ‘বাবা হারানোর চার বছর। বাবার মত ছায়া কেউ দেয় না।’

বাবার স্মৃতিচারণে সন্তানদের সঙ্গে তোলা একটি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন জয়। ছবিতে দেখা যায়, জয় তার দুই ছেলের সঙ্গে সোফায় বসে রয়েছেন, পাশে রয়েছেন অভিনেতার বাবা। আরেকটি ছবিতে বাবা-ছেলে ক্যামেরাবন্দি হয়েছেন।

শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘বাবা হারানোর চার বছর। বাবার মত ছায়া কেউ দেয় না। যেমন মায়ের মত মায়া অন্য কেউ দিতে পারে না। আমার ছায়া নেই কিন্তু এখনো মায়া আছে। যাদের মায়া এবং ছায়া দুটোই নেই তারা বাঁচে কীভাবে?’

জয়ের ওই ফেসবুক পোস্টে অনেকে সহমর্মিতা জানিয়েছেন। কমেন্টে মিনহাজ আহম্মেদ সোহান লিখেছেন, ‘আমার বাবা মারা যাওয়ার ১৫ বছর হয়ে গেছে। এক মাস আগে মাও মারা গেছে। আজ আমি একা। বড় অসহায়।’ ইব্রাহিম খলিল নামে আরেকজন লিখেছেন, ‘ আল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া সকল মা বাবাকে তুমি জান্নাত নসিব করিও আমিন।’

উল্লেখ্য, ২০২১ সালের ২১ জানুয়ারি অভিনেতা শাহরিয়া নাজিম জয়ের বাবা নাজিমউদ্দিন আহাম্মেদ মারা যান। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত