ডুলাহাজারা সাফারি পার্কের প্রাণিসম্পদ চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন বলেছেন, অস্বাস্থ্যকর পরিবেশে রাখার কারণে পুরুষ ভালুকটি ছত্রাকজাতীয় ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছে। তার বাঁ পা ভেঙেছে অথবা অবশ হয়ে পড়েছে। ভালুক, মায়া হরিণ, বানরসহ সব প্রাণী আলাদা করে রেখে চিকিৎসা করে সুস্থ না হলে পার্কে উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে না।
আভিযানিক দলের অন্যদের মধ্যে ছিলেন প্রাণপ্রকৃতি সংরক্ষণবিষয়ক সংগঠন সেভ দ্য নেচারের চেয়ারম্যান এ এন এম মোয়াজ্জেম হোসাইন। তিনি বলেন, চট্টগ্রামে আরও কয়েকটি চিড়িয়াখানার নামে বন্য প্রাণী বন্দিশালা আছে। সেগুলোও বন্ধ করার ব্যাপারে তাঁরা কাজ করছেন। ইতিমধ্যে কয়েকটির প্রাণী উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আসিফ রায়হান বলেন, মেঘলা মিনি চিড়িয়াখানার বন্য প্রাণীগুলোর ব্যাপারে বহু আগে থেকে বন অধিদপ্তরের সঙ্গে কথা হয়েছে। আরও আগে প্রাণীগুলো নিয়ে যাওয়ার কথা। কিন্তু তারা হয়তো তাদের সীমাবদ্ধতার কারণে এত দিন নিয়ে যেতে পারেনি।