জুনদিয়া বলেন, ‘শনিবার দক্ষিণাঞ্চল থেকে লোকজন ফিরবেন; গাজা নগরীতে বানের পানির মতো মানুষ ঢুকবেন। তাঁরা কোথায় যাবেন? এই তাঁবুতে ১০০-২০০ জনের ঠাঁই মিলবে। অথচ দক্ষিণাঞ্চল থেকে ফিরবেন ১৫ লাখ মানুষ।’
এদিকে এই যুদ্ধবিরতি কত দিন টিকবে, এ নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে। গাজার জরুরি পরিষেবা বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় ইসরায়েলি বাহিনীর ট্যাংকের গোলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ ছাড়া গাজায় ত্রাণ সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) উপনির্বাহী পরিচালক রানিয়া দাগাশ-কামারা। গতকাল শুক্রবার তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ৪ হাজার ৮০০ ত্রাণের ট্রাক প্রবেশ করেছে।