সময়টাই দাওয়াতের। বিয়ের দাওয়াতই বেশি। আছে আরও নানা উপলক্ষ। আর শীতকাল বলে সময়টাও শাড়ি পরার জন্য মোক্ষম। দাওয়াতে দামি শাড়িই পরতে হবে, এ ধারণা এখন বাতিলের খাতায় চলে গেছে। অপেক্ষাকৃত কম টাকায় বাজেটের মধ্যে কেনা শাড়িতেও অভিজাতভাবে সেজে ওঠা যায়। কেনার সময় দামি পোশাকগুলোকে কিছুটা এড়িয়েই যাচ্ছেন অধিকাংশ ক্রেতা। মূল্যস্ফীতি কিছুটা হলেও যেন দায়ী। ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে কাতান, সিল্ক, সুতি, জর্জেট, খাদি, খাড্ডি, কাতান। কোনোটার ওপর সুতার কাজ, কোনোটায় চুমকি-পুঁতি, কোনোটায় টাইডাই আবার কোনোটায় হয়তো স্ক্রিনপ্রিন্ট। এ ধরনের সাধ্যের মধ্যে দামের শাড়িতেই নিজেকে উপস্থাপন করা যাবে সুন্দরভাবে।