Homeদেশের গণমাধ্যমে‘বাজার সিন্ডিকেট ভাঙো, রেশনিং ব্যবস্থা চালু করো’

‘বাজার সিন্ডিকেট ভাঙো, রেশনিং ব্যবস্থা চালু করো’


‘বাজার সিন্ডিকেট ভাঙো, রেশনিং ব্যবস্থা চালু করো’ স্লোগানে চাল-ডাল-তেল-চিনি-পেঁয়াজ-ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন।

গণসংহতি আন্দোলনের জেলা কমিটির নেতাদের উদ্যোগে রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় নগরের পিকচার প্যালেস মোড়ে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

সমাবেশে নাগরিক ঐক্যের মহানগরের সদস্যসচিব কাজী মোতাহার রহমান বাবু বলেন, ‘গ্রাম-শহরে নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। করোনার সময়ে বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অসংখ্য মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। অনেকের বেতন কাটা হয়েছে। করোনার সুযোগে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ২৬টি পাটকল বন্ধ করে দেওয়ায় ৭০ হাজার শ্রমিক ও তাদের পরিবার পথে বসেছে। পাট সংশ্লিষ্ট তিন কোটি মানুষ বেকার হয়েছেন। এ অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। ফলে সিন্ডিকেটের ভেঙে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।’

সচেতন নাগরিক সমাজ খুলনা জেলার সভাপতি শাহ মো. অহিদুজ্জামান বলেন, ‘ফ্যাসিবাদের দোসর ও আওয়ামী শাসনকালের বাজার সিন্ডিকেট এখনও শিকড় গেড়ে বসে আছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দুই মাস পেরিয়ে গেলেও ওই সিন্ডিকেট ভাঙতে পারছে না। অবশ্যই বাজার সিন্ডিকেট ভাঙতে হবে।’

গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি মুনির চৌধুরী সোহেল বলেন, ‘সারা দেশে অনিয়ন্ত্রিত বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গণমানুষের জন্য রেশন ব্যবস্থা চালু জরুরি হয়ে পড়েছে। জনগণের করের টাকায় রাষ্ট্র চললেও শ্রমিক-কৃষক-মজুর-নিম্নআয়ের মানুষ রেশন সুবিধা পাচ্ছেন না। অথচ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী, অধিদফতর ও কমিশনসহ ১০টি সংস্থা রেশন সুবিধা পেয়ে আসছে। অস্থির বাজার ব্যবস্থার অবসান ঘটাতে হলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য অবশ্যই রেশন ব্যবস্থা চালু করতে হবে।’

সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মহানগরের সভাপতি খান লোকমান হাকিম বলেন, ‘বিগত জুলাই-আগস্ট মাসে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের আবির্ভাব ঘটেছে। এ কারণে বর্তমান সরকারের ওপর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে না। কারণ এই সরকারের ওপর মানুষের আস্থা আছে। অবশ্যই সেই আস্থা ধরে রাখতে হলে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে।’

গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে এবং সদস্য আল আমিন শেখের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি, জেএসডি ও নাগরিক ঐক্যের নেতারা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত