ফকিরহাটের উপখাদ্য পরিদর্শক ইকবাল হোসেন বলেন, প্রতিটি চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের মনোগ্রাম আছে। গতকাল সকালে গুদামে ওই চাল এসে পৌঁছানোর পর পাইকারি ও খুচরা বিক্রির জন্য নুরজাহান রাইস নামে একটি ভিন্ন বস্তায় পরিবর্তনের কাজ শুরু হয়েছিল। খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, রাতে অভিযান চালানোর পর তাৎক্ষণিকভাবে চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে। এই ব্যবসায়ী সরকারি চাল আত্মসাৎ ও ক্রেতাদের সঙ্গে প্রতারণা করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।