ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এনামুল হক সরকার গা ঢাকা দেন। বিক্ষুব্ধ লোকজন ভবানীগঞ্জ বাজারে তালা দেওয়া তাঁর একেটি দোকানে ভাঙচুর চালান। কয়েক দিন আগে এনামুল এলাকায় ফিরে সতর্কতার সঙ্গে চলাফেরা করছিলেন। এমন অবস্থায় তিনি গ্রেপ্তার হলেন। সম্প্রতি এনামুলের বিরুদ্ধে তাঁর এক স্বজনের একটি দোকানঘর দখলেরও অভিযোগ উঠেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় এনামুল হক সরকারকে গ্রেপ্তারের পর আজ আদালতে পাঠানো হয়েছে।