বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে যে অনন্য সম্ভাবনার সুযোগ রয়েছে, তা অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন।
সোমবার সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনে কূটনৈতিক সংবাদদাতাদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ককে একে অপরের স্বার্থ, উদ্বেগ ও আকাঙ্ক্ষা পারস্পরিক সংবেদনশীলতার সঙ্গে দেখতে হবে।’
দুই দেশের মধ্যে একে অপরের অগ্রগতি এবং সমৃদ্ধিতে উল্লেখযোগ্য অংশীদারত্ব রয়েছে বলে উল্লেখ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘দুই দেশের ক্রমবর্ধমান সক্ষমতা, সমৃদ্ধি ও বিকাশের উচ্চাকাঙ্ক্ষায় এগিয়ে যেতে একে অপরকে সহযোগিতা করার জন্য আমাদের অনেক কিছু রয়েছে। এই সম্পর্ককে আমরা এভাবেই দেখি।’