আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ নিয়ে দেশে-বিদেশে আশার দুয়ার খুলেছে। ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি করা হবে। তিনি আরও বলেন, ‘আমরা অর্থনীতিকে উদার ও গণতান্ত্রিক করব। সবাই সমান সুযোগ-সুবিধা পাবেন।’
ইউকেবিসিসিআইর সভাপতি ইকবাল আহমেদ বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে ইউকেবিসিসিআই। ইতিমধ্যে আমাদের প্রচারের কারণে বৈধ পথে রেমিট্যান্স আসা ২৫ শতাংশের বেশি বেড়েছে।’ তিনি আরও বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনকে রাজনৈতিক নয়, বরং ব্যবসায়িক উন্নয়ন হাউস হিসেবে কাজ করতে হবে।