Homeদেশের গণমাধ্যমেবাংলাদেশে পণ্য রফতানিতে ট্যাক্স ফ্রি সুবিধা দেওয়া হবে: পাকিস্তানের হাইকমিশনার

বাংলাদেশে পণ্য রফতানিতে ট্যাক্স ফ্রি সুবিধা দেওয়া হবে: পাকিস্তানের হাইকমিশনার


বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, ‘চলতি বছরের মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্য রফতানিতে ট্যাক্স ফ্রি সুবিধা দেওয়া হবে। এ ব্যাপারে দু দেশের মধ্যে আলোচনা করে আগামী এক মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বুধবার দুপুরে রংপুর চেম্বার ভবনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় পাকিস্তানের হাইকমিশনার বলেন, ‘বহু বছর পর রংপুরে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। রংপুর অনেক দিক থেকে সমৃদ্ধ একটি এলাকা। আমরা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার করতে চাই। সে জন্য আমাদের দেশের সরকার কাজ করছে।’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘বাংলাদেশের মানুষ পাকিস্তানে ব্যবসায়িক কারণ ছাড়াও ভ্রমণে যেতে চাইলে যাতে আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে আমরা ভিসা প্রদানের ব্যবস্থা করবো। আগামী এক মাসের মধ্যে ভিসা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরও সহজ করার জন্য কাজ করা হবে।’

মতবিনিময় সভা শেষে পাকিস্তানের হাই কমিশনারকে রংপুর চেম্বারের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

রংপুর চেম্বারের প্রেসিডেন্ট আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রংপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও অনেকে উপস্থিত ছিলেন। এ ছাড়াও জামায়াতের রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর আমির এটিএম আযম খানসহ জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত