আধুনিক ক্রিকেটে সবচেয়ে কম সময়ে দ্রুত উন্নতি করা দলের প্রসঙ্গ এলে বেশির ভাগ মানুষ আফগানিস্তানের নামই বলবেন। আফগানরা বেশ কয়েকটি দলীয় রেকর্ড এরই মধ্যে নিজেদের করে নিয়েছে। এবার নিল আরেকটি।
টেস্টে সবচেয়ে কম ম্যাচ খেলে প্রথমবারের মতো এক ইনিংসে ৬০০ রান দলের তালিকায় এখন সবার ওপরে আফগানিস্তান। আফগানরা তাদের দশম টেস্টেই ৬০০ রান করেছে, যেখানে বাংলাদেশের প্রথম ৬০০ রান করে ৭৬তম ম্যাচ। সবচেয়ে বেশি ২০৬ ম্যাচ লেগেছে নিউজিল্যান্ডের।