Homeদেশের গণমাধ্যমেবাংলাদেশি স্টল ছাড়াই এবার শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা

বাংলাদেশি স্টল ছাড়াই এবার শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা


প্রতিবছরের মতো এবারও কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্ক প্রঙ্গনে শুরু হতে চলছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবারের থিম জার্মানি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই মেলার উদ্বোধন করবেন।

শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লোহার বিমের ওপর কাঠের কাঠামোর গায়ে বিভিন্ন ধরনের নকশা করা হয়েছে। বই উৎসব শুরুর আগে অপেক্ষার প্রহর গুণছেন লাখ লাখ বইপ্রেমী মানুষ।

গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, গত বছর ছোট ও বড় বিলিয়ে ১০৫০টি স্টল ছিল। এবার তা বেড়ে ১০৫৭টি হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত বইমেলার ইতিহাসে এটা সর্বাধিক। মুখ্যমন্ত্রী বিকেল ৪টার দিকে বইমেলার উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠানের পরেই পাঠকের জন্য উন্মুক্ত হবে বইমেলার দরজা। এবারের মেলায় ৯টি গেট থাকবে।

প্রতিবার বাংলাদেশের প্যাভিলিয়ন দেখা গেলেও এবার সেই অভাবটা থাকছে। এতো বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো স্টল থাকছে না ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। এই খবরে হতাশ বই প্রেমিরা।

বাংলাদেশি সাহিত্যিক, কবিদের লেখা বই কেনার জন্য বইপ্রেমী মানুষেরা সারা বছর অপেক্ষায় থাকেন। কলকাতায় সচরাচর বাংলাদেশি সাহিত্যিকদের বই পাওয়া যায় না। কলকাতার বই পাড়া বলে পরিচিত কলেজ স্ট্রিটেও সেভাবে মেলে না বাংলাদেশি সাহিত্যিকদের বই। একমাত্র ভরসা কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবার সেখানেও নেই বাংলাদেশের প্যাভিলিয়ন।

নর্থ দমদমের বাসিন্দা আইনজীবী দিয়াশা সাহা জানিয়েছেন, হুমায়ুন ফরিদীর বই তার ভীষণ প্রিয়। কলকাতা বইমেলায় আসার একমাত্র উদ্দেশ্য থাকে বাংলাদেশের কবিদের, সাহিত্যিকদের বই কেনা। যেহেতু এবার বাংলাদেশ প্যাভিলিয়ন নেই তাই কলকাতার এই বইমেলার সম্পূর্ণ পরিপূর্ণতা নেই। কেমন যেন কিছু একটা কম কম থেকেই যায়।

এই বইমেলা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলায় ফ্রান্স, আমেরিকা, ইতালি, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া, লাতিন আমেরিকার অন্যান্য দেশের বই থাকছে। এছাড়াও প্রতি বছরের মতো ভারতের অন্যান্য রাজ্য যেমন দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার আসাম, ঝাড়খণ্ডসহ প্রায় সব রাজ্য থেকে এবারের বইমেলায় অংশ নিচ্ছে।

এবার দেশ-বিদেশ মিলিয়ে ১০৫৭টির বেশি প্রকাশনা সংস্থার বই আসছে। এছাড়া দুই শতাধিক লিটল ম্যাগাজিনসহ অন্যান্য আকর্ষণও থাকছে। গত বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ২৭ লাখ বইপ্রেমী এসেছিলেন এবং ২৩ কোটি রুপির বই বিক্রি হয়েছিল।

ডিডি/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত