লাহোরে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে ২৩৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়ে ফেলেছে আয়ারল্যান্ড। অর্থাৎ জিততে হলে নিগার সুলতানা জ্যোতির দলকে করতে হবে ২৩৬।
গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড নারী দল। শুরুতেই দলীয় ৪ রানের মাথায় নাহিদা আক্তারের থ্রোতে সারা ফোর্বস রানআউট হলেও পরের ব্যাটাররা সবাই রান পেয়েছেন।
গ্যাবি লুইস ২৪, অ্যামি হান্টার ৩৩, ওরলা প্রিঙ্গারগেস্ট করেন ৪১ রান। হাফসেঞ্চুরি হাঁকান (৬৩) লরা ডেলানি। শেষদিকে আরলেনে কেলের ১৭ বলে অপরাজিত ২৪ রানে ভর করে ২৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় আইরিশরা।
বাংলাদেশের রাবেয়া খান ৩৯ রানে ৩টি, ফাহিমা খাতুন ৫০ রানে শিকার করেন ২টি উইকেট। একটি উইকেট পান জান্নাতুল ফেরদৌস।
এমএমআর/জিকেএস