দেয়ালের রং, দেয়ালের সাজ
মোকা মুজ নিরপেক্ষ ধারার রং। অতি উজ্জ্বল নয়। এই রঙের হালকা ও গাঢ় নানা শেডের খোঁজ পাবেন রঙের দোকানে। এসব শেডে মিলবে আভিজাত্যের ছোঁয়া। আর এসব শেড কিন্তু আসবাবের কাঠ রঙের সঙ্গে মানানসই। আবার আপনার অন্দরের আসবাব যদি হয় সাদা রঙের, তার সঙ্গেও মানিয়ে যাবে মোকা মুজ রং। প্রচলিত সাধারণ রঙের বোর্ড দিয়ে তৈরি আসবাব বা কেবিনেটও এই রঙের মাঝে সুন্দর দেখায়। ২০২৫ সাল পেরিয়েও এই রং টিকে থাকতে পারে যুগের সঙ্গে মানানসই হয়ে। এই রঙের দেয়াল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সহজসাধ্য।
ব্যস্ত পৃথিবীতে এই একটি বৈশিষ্ট্যের কারণেই টিকে থাকতে পারে লম্বা সময়। চাইলে ঘরের একটা দেয়ালে মার্বেল পাথর বা অন্য কোনো পাথরের কারুকাজও করিয়ে নিতে পারেন। মোকা মুজ রঙের বাইরে প্যাস্টেল শেডের বিভিন্ন রঙের ব্যবহারও হতে পারে।
অনুষঙ্গে দেশজ কৃষ্টি
দেশজ অনুষঙ্গ যোগ করে আপনি অন্দরের আবহটাই বদলে দিতে পারেন। বাঁশ, বেত আর মাটির তৈরি অনুষঙ্গ আমাদের কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। মাটির ম্যুরাল করতে পারেন অন্দরের দেয়ালে। ম্যুরালটি হতে পারে বিমূর্ত নকশার, যা আপনার মননশীলতার পরিচয় দেবে।
হস্তশিল্পের অনুষঙ্গগুলো আপনি চাইলেই নানাভাবে যোগ করতে পারেন আপনার আধুনিক অন্দরে। তাতে কিন্তু অন্দর সেকেলে হয়ে পড়বে না; বরং তা হয়ে উঠবে অনন্য, অসাধারণ।