Homeদেশের গণমাধ্যমেবরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবির কারণ জানালেন শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবির কারণ জানালেন শিক্ষার্থীরা



ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ৩০ নভেম্বর ২০২৪  
আপডেট: ২৩:০১, ৩০ নভেম্বর ২০২৪


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের পদত্যাগ চাওয়ার কারণ উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের নিচতলায় এ সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় উপাচার্যের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে বসতে চাওয়া হলে আগামিকাল রবিবার (১ ডিসেম্বর) সকালে বসতে সম্মতি প্রদান করে তারা।

এর আগে, বিকাল ৪টায় শিক্ষার্থীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত। মতবিনিময় সভায় উপাচার্যের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়। তবে এক দফা দাবি অর্থাৎ উপাচার্যের পদত্যাগের দাবি অব্যাহত রেখে বসতে চেয়েছেন তারা। এ সময় শিক্ষার্থীদের দাবি পূরণসহ স্বৈরাচারী দোসরদের পুনর্বাসন যাতে না করা হয়, সে বিষয়েও আলোচনা করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা কারণগুলো উল্লেখ করে বলেন, “প্রথমত উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেননি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে কোনো কাজই করা হয়নি। বিতর্কিত লোককে বিশ্ববিদ্যালয় এর গুরুত্বপুর্ণ অবস্থানে বসানো হয়েছে। দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও বিতর্কিত লোককে কোষাধ্যক্ষ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিস সময়ের বাইরে রাত ৮টায় বিতর্কিত কোষাধ্যক্ষকে অফিসে যোগ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া ও রাত ২টায় সহকারী রেজিস্ট্রারকে জোর করে অফিসিয়াল কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা হয়, যা কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগেই করা হয়।”

তারা আরও বলেন, “স্বৈরাচার সরকারের বিভিন্ন নাম ও স্বাক্ষর বিশ্ববিদ্যালয় থেকে এখনও সরানো হয়নি। জুলাই বিপ্লবে আক্রমণ করা ছাত্রলীগের বিচার করতে ব্যর্থ হয়েছেন উপাচার্য। ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা উপাচার্যের কাছ থেকে অসহযোগিতা পাওয়া, বিভিন্ন বিভাগের ফলাফল শিটে স্বাক্ষরে বিলম্ব করা এবং শিক্ষার্থীদের দেওয়া ২২ দফার কোনোটি বাস্তবায়নের আগ্রহ না দেখানোর কারণে তার পদত্যাগ দাবি করা হয়েছে।”

আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ বলেন, “আমরা এক দফা দাবি অব্যাহত রেখে উপাচার্যের পক্ষ থেকে যে আলোচনার কথা বলা হয়েছে, সেখানে বসতে চায়। এটা আমাদের সভায় সিদ্ধান্ত হয়েছে। আমাদের পরবর্তী কর্মসূচি আলোচনার শেষে শিক্ষার্থীদের মতামত নিয়ে জানিয়ে দেওয়া হবে।”

ঢাকা/সাইফুল/মেহেদী





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত