Homeদেশের গণমাধ্যমেবরিশাল কলেজের মাঠ নষ্ট করে ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ, সমাবেশ

বরিশাল কলেজের মাঠ নষ্ট করে ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ, সমাবেশ


মাঠ রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল হাওলাদার, গণতান্ত্রিক আইনজীবী সমিতি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক হিরণ কুমার দাস, বরিশাল সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি টুনু রানী কর্মকার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বরিশাল জেলা শাখার সংগঠক তুষার সেন, সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী শিবানী শিকদার প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন মাঠ রক্ষা কমিটির সদস্যসচিব ও বাসদ নেতা মনীষা চক্রবর্তী।

সমাবেশ বক্তারা বলেন, এই মাঠটি মহাত্মা অশ্বিনীকুমার দত্তের স্মৃতিবিজড়িত। তা ছাড়া একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া, শিল্প-সংস্কৃতি চর্চার জন্য মাঠ প্রয়োজন। কলেজের পূর্ব পাশে কলেজের নিজস্ব জমি থাকার পরও মাঠ নষ্ট করে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া রহস্যজনক।

সমাবেশে বেলার বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন বলেন, ২০০০ সালের খেলার মাঠ ও জলাধার সংরক্ষণ আইনে সুস্পষ্টভাবে বলা আছে, খেলার মাঠের শ্রেণি পরিবর্তন করা যাবে না বা সেটা ভাড়াও দেওয়া যাবে না। কিন্তু কলেজ কর্তৃপক্ষ সে আইনের তোয়াক্কা না করে এই মাঠে ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে, এটা দুঃখজনক।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত