Homeদেশের গণমাধ্যমেবরিশালে বোর্ডের সামনে শিক্ষার্থীদের

বরিশালে বোর্ডের সামনে শিক্ষার্থীদের


বরিশাল: বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর দাবিতে বিক্ষোভ হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বিকেলে নগরের নথুল্লাবাদে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে অকৃতকার্য পরীক্ষার্থীরা বিক্ষোভ করেন।

এ সময় বরিশাল শিক্ষাবোর্ডের প্রধান ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।

অকৃতকার্য শিক্ষার্থীদের একজন সাদিয়া জাহান। তিনি বলেন, বৈষম্যমূলকভাবে ফলাফল প্রকাশ করেছে। সিলেট বোর্ডের পরীক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে কীভাবে বাংলা ও ইংরেজিতে এ প্লাস পায়? আমরা ভালো পরীক্ষা দেওয়ার পরও কীভাবে ফলাফল খারাপ এলো? তাই আমরা এসএসসি ফলাফলের মাধ্যমে সব বিষয়ে ম্যাপিং করার দাবি জানাই।

রেজাউল নামে আরেক শিক্ষার্থী জানান, বাতিল ৬টি পরীক্ষা যে পদ্ধতিতে ম্যাপিং করে ফলাফল তৈরি করা হয়েছে তাতে চরম বৈষম্য তৈরি হয়েছে। পরীক্ষা দিয়ে ফেল করেছি। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান। তাই  অবিলম্বে ঘোষিত ফলাফল বাতিল করে নতুন পদ্ধতিতে রেজাল্ট প্রকাশের দাবি জানান তিনি।

শিক্ষার্থীদের বিক্ষোভের তথ্য জানতে পেরে বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে যান সেনাবাহিনী সদস্যরা। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইউনুস আলী সিদ্দিকী বলেন, শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন। আমি বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করেছি। এ বিষয়ে একমাত্র মন্ত্রণালয় সিদ্ধান্ত দিতে পারবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত