অনুষ্ঠানে বক্তারা বলেন, কবির বাবা সত্যানন্দ দাশ ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক। কবি নিজেও ব্রজমোহন কলেজে ১৯৪৬ সাল পর্যন্ত ইংরেজি ভাষার শিক্ষক ছিলেন। বরিশালের প্রকৃতি ঘিরেই কবির অজস্র রচনা ও সাহিত্যকর্ম দেখা যায়। এ জন্য কবির এই সাহিত্যকর্মের গবেষণা, স্মৃতি সংরক্ষণ করা সবার দায়িত্ব। তাঁরা বলেন, কবির পৈতৃক বাড়ির অনেকাংশ বেদখল হয়েছে। এটি উদ্ধার করে এখানে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা।
জাতীয় কবিতা পরিষদ, বরিশালের সভাপতি কবি তপঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কাজী সেলিনা, হাসিনা বেগম, অপূর্ব গৌতম, সুভাষ চন্দ্র দাস, শোভন কর্মকার, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।