মামলার এজাহারে বলা হয়েছে, আসামি শওকত নিজ নামে সর্বমোট ৩৫ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৬৮৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁর নামে দায়-দেনার পরিমাণ পাওয়া গেছে ১৫ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৯৯৭ টাকা। দায়-দেনা বাদে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে ২০ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৬৯০ টাকা।
১৯৯৪-৯৫ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষে শওকতের মোট পারিবারিক ব্যয় ১৬ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৮৪৫ টাকাসহ অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৭ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৫৩৪ টাকা। বিপরীতে গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ১ কোটি ১১ লাখ ৮৯ হাজার ৩৭০ টাকা টাকা। এ ক্ষেত্রে আসামি ৩৫ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ১৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।