জাদুঘর ভাঙার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মুরাদুজ্জামান খান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুরাদুজ্জামান (টিপন), বিএনপি নেতা আমিনুল ইসলাম, জেলা যুবদলের দপ্তর সম্পাদক হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁরা বলেন, এখানে আগে পৌর পাঠাগার ছিল। তৎকালীন সরকারকে খুশি করতে নৌকা জাদুঘর নির্মাণ করা হয়েছে। এখানে শহীদ জিয়া পৌর পাঠাগার স্থাপন করার দাবি জানান তাঁরা।
জানতে চাইলে যুবদল নেতা মুরাদুজ্জামান খান বলেন, ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর নাম দেওয়ায় জনরোষ সৃষ্টির কারণে এটা ভেঙে ফেলা হয়েছে। আমরা এটাকে শহীদ জিয়া স্মৃতি পাঠাগার তৈরি করার দাবি জানাই জেলা প্রশাসকের কাছে।’