Homeদেশের গণমাধ্যমেবডিবিল্ডার ‘বউমা’

বডিবিল্ডার ‘বউমা’



ফটো ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ২১ মার্চ ২০২৫  


পেশিবহুল সুঠাম শরীর। তাতে অঙ্কিত নানা ডিজাইনের ট্যাটু। পরনে হলুদ-নীল রঙের ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি। কানে দুল, কপালে টিকলি। গলায় শোভা পাচ্ছে ভারী ভারী গহনা। নববধূর চোখ-মুখ থেকে ঠিকরে পড়ছে উচ্ছ্বাস। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও এবং স্থিরচিত্রে এমন লুকে দেখা যায় এক যুবতীকে।

পেশিবহুল সুঠাম শরীরের নারীকে বধূবেশে দেখে বিস্মিত নেটিজেনরা। কারণ বিয়ে মানেই ঝলমলে সাজ, ঐতিহ্যবাহী পোশাক আর নতুন লুক। কিন্তু বডিবিল্ডার নারীর ভিন্ন লুক বিস্ময় জাগিয়েছে। নেটিজেনরা তাকে ‘বডিবিল্ডার বউমা’ বলে সম্বোধন করছেন; যা নিয়ে চলছে জোর চর্চা।

 


টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বডিবিল্ডার এই নারীর নাম চিত্রা পুরুষোত্তম। দীর্ঘদিনের প্রেমিক কিরণ রাজকে বিয়ে করেছেন তিনি। নববধূর সাজে ব্রাইডাল ফটোশুট করেন। তারই ভিডিও এবং স্থিরচিত্র নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়।

 

বিয়ের দিন চিত্রা পরেছিলেন হলুদ-নীল রঙের ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি। তার এই সাজে ছিল চমক। শাড়ির সঙ্গে কোনো ব্লাউজ পরেননি। এই সিদ্ধান্তের পেছনে ছিল তার স্পষ্টবার্তা। তা হলো— পরিশ্রম করে গড়া সুঠাম শরীরকে গর্বের সঙ্গে তুলে ধরা। ছবি ও ভিডিওতে চিত্রার আত্মবিশ্বাসী ও ব্যতিক্রমী লুক সকলের নজর কেড়েছে।

 



 

ভারতের কর্নাটকের মেয়ে চিত্রার ফিটনেসের প্রতি নিজের নিবেদন বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। সুঠাম বাহু, দৃঢ় শরীর, সুগঠিত ফিগার তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মনিয়ন্ত্রণকে তুলে ধরেছে। সমাজের প্রচলিত সৌন্দর্যের সংজ্ঞাকে ভেঙে, নিজের শরীরকে গর্বের সঙ্গে গ্রহণ করেছেন এই নারী।

 



 

চিত্রা বহু সুন্দরী প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন। এর মধ্যে ‘মিস ইন্ডিয়া ফিটনেস’, ‘মিস ওয়েলনেস’, ‘মিস সাউথ ইন্ডিয়া’, ‘মিস কর্ণাটক’, ‘মিস বেঙ্গালুরু’সহ একাধিক খেতাব জয় করেছেন তিনি।

ঢাকা/শান্ত





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত