এক বিকেলে দুই হাসি বসুন্ধরা কিংসের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে তারা হারিয়েছে ৫-০ গোলে। অন্য দিকে লিগে মোহামেডান প্রথম হার মেনেছে ফকিরেরপুল ইয়ংমেন্সের কাছে। নিজেদের জয় আর মোহামেডানের হারে পয়েন্ট টেবিলে দুই দলের পার্থক্য কমে দাঁড়ালো ৭ এ।
ময়মসসিংহে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের গোল উৎসব শুরু হয় ১১ মিনিটে। ব্রাজিলিয়ান ফার্নান্দেজ লিড এনে দেওয়ার ১৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। ৩৮ মিনিটে তপু বর্মন গোল করলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে থাকে চ্যাম্পিয়নরা।
৬৬ মিনিটে রাকিব হোসেন ও ৭৫ মিনিটে আরেক ব্রাজিলিয়ান মিগুেয়েল গোল করলে বড় জয়েই প্রথম পর্ব শেষ করে কিংস। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নরা উঠে এলো টেবিলের তিন নম্বরে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে ঢাকা ওয়ান্ডারার্স।
এ দিকে হারের ধারা থেকে বের হতে পারেনি রহমতগঞ্জ। তারা প্রথম পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে হেরে গেছে পুলিশের কাছে। জিতলে টেবিলের তিনে থেকে প্রথম পর্ব শেষ করতে পারতো কামাল বাবুর দল। হারে নেমে যেতে হয়েছে চারে। শনিবার আবাহনীর বিপক্ষে ব্রাদার্স জিতলে পুরোনো ঢাকার ক্লাবটিকে নেমে যেতে হবে আরেক ধাপ নিচে।
আরআই/এমএইচ/এমএস