আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ডিসেম্বর মাসে অন্তত তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে টানা শীত পড়েনি। তবে মাসের একেবারে শেষের দিকে এসে আবার তাপমাত্রা কমতে শুরু করেছে। দেশের কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সেই সঙ্গে বাড়তে শুরু করবে কুয়াশাও।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল সারা দেশের সর্বনিম্ন।
সোমবার সন্ধ্যার পর থেকেই হিমালয়ের কোলঘেঁষা এই জনপদে বাড়তে থাকে শীতের তীব্রতা। রাতভর ঝিরিঝিরি হিমেল বাতাসের সঙ্গে ঝরতে থাকে কুয়াশা। গতকাল ভোরে বেড়ে যায় সেই কুয়াশার দাপট। এতে বেলা বাড়লেও দেখা যাচ্ছিল না সূর্য। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও রোদের তীব্রতা ছড়াতে না পারায় শীত অনুভূত হচ্ছিল।