Homeদেশের গণমাধ্যমেবগুড়ার গাবতলীতে যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ

বগুড়ার গাবতলীতে যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ


প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সান্তাহার ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন আজ দুপুর সাড়ে ১২টার দিকে সুখানপুকুর রেলস্টেশন অতিক্রম করার কথা ছিল। এ সময় স্থানীয় কয়েক শ লোক রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন থামাতে বাধ্য হন চালক। অবরোধকারীরা ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ ও সমাবেশ করেন। সমাবেশে স্থানীয় আবদুল গফফার, আমিনুর রহমান, আবদুল হান্নান, সেলিম হোসেন প্রমুখ বক্তব্য দেন।

আন্দোলনকারীরা বলেন, সুখানপুকুর ব্রিটিশ আমলের রেলস্টেশন। এখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠান আছে। রেলওয়ের ৩০০ বিঘা সম্পত্তি আছে। সুখানপুকুর থেকে বগুড়া শহরের দূরত্ব ২২ কিলোমিটার। ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিক্ষায় এলাকার ঐতিহ্য থাকলেও আন্তনগর ট্রেনের কোনো যাত্রাবিরতি দেওয়া হয় না। স্বাধীনতার পর থেকে সেখানে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী আন্দোলন করলেও সরকার এত দিন সেই দাবি পাশ কাটিয়ে গেছে।

সমাবেশে বলা হয়, রেল মন্ত্রণালয় ছাড়াও রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ট্রেনের যাত্রাবিরতি চেয়ে আবেদন করা হয়েছে। এখন এ রুটে চলাচলকারী আন্তনগর লালমনি এক্সপ্রেস, আন্তনগর রংপুর এক্সপ্রেস, আন্তনগর বুড়িমারী এক্সপ্রেসসহ সব আন্তনগর ও কমিউটার ট্রেনের যাত্রাবিরতি দিতে হবে। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত