বিজয়ের মাসে প্রথমা প্রকাশনের বইমেলার আয়োজন গুরুত্বপূর্ণ উল্লেখ করে সিরাজুল ইসলাম চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানান। পাঠকদের তিনি মেলায় আসতে আমন্ত্রণ জানান।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও কথাসাহিত্যিক আফসানা বেগম বলেন, ‘প্রথমা প্রকাশন মানুষের মনে প্রভাব বিস্তার করেছে। তাদের বইয়ের প্রতি পাঠকদের বিশেষ আগ্রহ রয়েছে। জনসাধারণের পাঠাভ্যাস বাড়ানো যতটা প্রয়োজন, বোধকরি ততটা বৃদ্ধি হচ্ছে না। তবে আমরা হাল ছাড়ছি না। আমরা সারা দেশে বইমেলা আয়োজনের উদ্যোগ নিয়েছি। প্রথমা প্রকাশন সেসব মেলায় অংশ নেয়। এর পাশাপাশি তারা নিজেরাও রাজধানীতে বিজয় বইমেলাসহ বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে, নানা দিবস বা উপলক্ষকে কেন্দ্র করে যে বইমেলার আয়োজন করে, তা পাঠাভ্যাস বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।’
প্রথম আলোর নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ শরিফ প্রথমা প্রকাশনের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করে বলেন, ২০০৯ সালে মুক্তিযুদ্ধভিত্তিক বই একাত্তরের চিঠি প্রকাশের মধ্য দিয়ে প্রথমার যাত্রা শুরু। এ পর্যন্ত প্রায় ২০০ লেখকের ৮৯০টি বই প্রকাশিত হয়েছে প্রথমা থেকে। এতে মুক্তিযুদ্ধসহ ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, মননশীল গবেষণা প্রবন্ধসহ সৃজনশীল সাহিত্যের বিপুল বৈচিত্র্য রয়েছে।