Homeদেশের গণমাধ্যমেবইমেলায় মোজাফ্‌ফর হোসেনের দুইটি বই

বইমেলায় মোজাফ্‌ফর হোসেনের দুইটি বই



ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫  


অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে খ্যাতিমান লেখক মোজাফ্‌ফর হোসেনের একটি উপন্যাস এবং একটি প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয়েছে। উপন্যাস ‘কল মি লাইকা’, প্রবন্ধগ্রন্থ  ‘‘ব্রাহ্মসমাজে ইসলাম, সাহিত্যে সক্রিয়তাবাদ ও অন্যান্য”।

উপন্যাস ‘কল মি লাইকা’র প্রেক্ষাপ সম্পর্কে লেখক জানিয়েছেন, উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র প্রকৃতি-অন্তপ্রাণ এক কিশোর। নাম আলেক। সব সময় নিজের চিন্তাজগতে বসবাস করে সে। কিন্তু একটা ‘বিশেষ’ কারণে সমাজে তার আশ্রয় হয় না। প্রথমে স্কুল থেকে এরপর একে একে সব কিছু থেকে বের করে দেওয়া হয় তাকে। এক সময় পরিবারেও জায়গা হয় না তার।

প্রকৃতির মধ্যে মিশে যেতে থাকে পরিত্যক্ত আলেকের আশ্রয়হীন নিঃসঙ্গ জীবন। ওর বেঁচে থাকার স্বপ্ন, বিশ্বাস, ভালোবাসা, বেদনা ও উল্লাস—সবকিছু তলিয়ে যেতে থাকে হতাশার অতল গহ্বরে। আলেক একাকী অন্ধকার আকাশে চোখ তুলে লাইকার কথা ভাবে। তার মনে প্রশ্ন জাগে, পৃথিবীর কক্ষপথে নিক্ষিপ্ত লাইকা কি একবারের জন্যও বুঝেছিল, ওই যন্ত্রণাদায়ক মৃত্যু ওকে অমর করে দেবে? লাইকার মতো সেও কি কোনো এক্সপেরিমেন্টের অংশ? আলেকের সমান্তরালে তার পরিবারের প্রতিটি মানুষ এই উপন্যাসের প্রটাগনিস্ট। ‘অস্পৃশ্য’ ও ‘অনাশ্রিত’ জীবনের এই গল্প পাঠকদের নানাভাবে পীড়িত করবে, প্রশ্নবিদ্ধ করবে সমাজকে।

উপন্যাসটি প্রকাশ করেছে ক্রিয়েটিভ ঢাকা। অমর একুশে বইমেলায় স্টল নম্বর ৬৩৭-৬৩৮। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন আবিদ-এ-আজাদ। মূল্য ৪৫০ টাকা। 

  

মোজাফ্‌ফর হোসেনের প্রবন্ধগ্রন্থ ‘‘ব্রাহ্মসমাজে ইসলাম, সাহিত্যে সক্রিয়তাবাদ ও অন্যান্য” প্রকাশিত হয়েছে বিদ্যাপ্রকাশ থেকে। 

প্রবন্ধগ্রন্থটির প্রেক্ষাপট সম্পর্কে লেখক জানিয়েছেন, তখনো বাংলা গদ্যে ইসলামচর্চা শুরু হয়নি, প্রকাশিত হয়নি পবিত্র আল কুরানের পূর্নাঙ্গ বাংলা অনুবাদ। খ্রিস্টধর্ম প্রচারে নিয়োজিত খ্রিস্টান মিশনারিগুলির উদ্যোগে হজরত মুহাম্মদ (সা.)-এর বিকৃত জীবনী প্রকাশ করে ইসলাম সম্পর্কে অপপ্রচার করা হচ্ছে। সেই সময় হিন্দুসমাজ থেকে কয়েকজন পণ্ডিত ব্রাহ্মসমাজের আদর্শে দীক্ষিত হয়ে নবীজীবনী ও ইসলাম-সম্পর্কিত রচনায় হাত দিলেন। গ্রন্থাকারে প্রকাশিত হলো বাংলা গদ্যে কুরানের প্রথম পূর্নাঙ্গ অনুবাদ, হজরত মুহাম্মদ (সা)-সহ গুরুত্বপূর্ণ চার নবী ও খলিফাদের প্রথম জীবনী, হাদিসগ্রন্থের অনুবাদ। এসব গ্রন্থ রচনার পেছনে ব্রাহ্মসমাজের ভুমিকা কেমন ছিল, নন-মুসলিম হয়েও তাদের ইসলামধর্ম-চর্চার উদ্দেশ্যেই-বা কি ছিল—তা নিয়ে আলোচনার পাশাপাশি এই গ্রন্থে ইসলামধর্ম ও হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি ও মুসলমান প্রজাদের সঙ্গে তার সম্পর্কের প্রকৃত চিত্রটা উঠে এসেছে সবিস্তারে।

বইটির প্রচ্ছদ করেছেন আবিদ-এ-আজাদ। এটির মূল্য রাখা হয়েছে ৪০০টাকা। 

ঢাকা/লিপি





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত