রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোডে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন ১ জন, আহত হয়েছেন ১৮ জন।
সোমবার (৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান শিকদার।
মো. শাহজাহান বলেন, ভোররাত ৪টা ১০ মিনিটে পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের ৫ তলা ভবনের নিচতলায় লেপ-তোশকের দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৪টা ১২ মিনিটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, ওই ৫ তলা ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ১৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ভবনের দ্বিতীয় তলা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আমিন উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।