সুমন: সোনার বাংলা সার্কাসও ব্যান্ড মিউজিক করে। তারা খুবই ভালো করছে। তাদের গানের কথা সুন্দর। পাওয়ার সার্জ জোশ গান করতেছে। ওউন্ড-ও জোশ গান করছে। এখন যদি সোনার বাংলা সার্কাস, পাওয়ার সার্জ ও ওউন্ডের গান পাশাপাশি রাখি, তিনটাই ব্যান্ড মিউজিক। এখন ব্যান্ড মিউজিককে সরকার কোন গান শুনে স্বীকৃতি দেবে? ব্যান্ড মিউজিক কোনো অবস্থাতেই জনরা হতে পারে না। আমাদের দরকার, বাংলাদেশের ব্যান্ডগুলো যে জনরার মিউজিক করতেছে, ওই রকম বাংলাদেশি জনরা দরকার। এটা মেগা ডেথের মতো একটা বাংলা গান নয়, কোল্ডপ্লের মতো একটা বাংলা গান চাই না। আমি বাংলাদেশের মতো একটা বাংলা গান চাই। আমাদের আলাদা জনরা হওয়া উচিত।
আমাদের একটাই দোষ, নিজেরা নিজেদের জনরা বানাতে পারছি না। ভারতের ইন্ডিয়ান ফোক মেটাল জনরা আছে, আমাদের কেন জনরা থাকবে না? আমরা কিছু করতে পারলে, সরকারের কাছে গিয়ে বলতে পারব, আমাদের জনরা আছে; সেই জনরাকে স্বীকৃতি দাও। জনরার স্বীকৃতি হয়ে গেলেই মিউজিকের পাঠ্যক্রমে বলা হবে, বাংলাদেশে রবীন্দ্রসংগীত আছে, নজরুলগীতি আছে, লালনগীতি আছে, সঙ্গে বাংলা রকও আছে। অথবা বাংলা ফোক মেটাল আছে। তখন মিউজিক আরও বেশি রিচ হবে। ব্যান্ডরা কোল্ডপ্লের দিকে ফোকাসড হবে না। তখন বাংলাদেশি ব্যান্ডগুলোর দিকে ফোকাস হবে। ওই জনরাতে গান বাড়তে থাকবে। পরের প্রজন্মের মিউজিয়ানদের লাভ হবে।
মেগা ডেথের মতো একটা বাংলা গান নয়, কোল্ডপ্লের মতো একটা বাংলা গান চাই না। আমি বাংলাদেশের মতো একটা বাংলা গান চাই। আমাদের আলাদা জনরা হওয়া উচিত।
সাইদুস সালেহীন খালেদ সুমন, অর্থহীন